বাউফলে জেন্ডার বেইজড ভায়লেন্স শীষর্ক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে জেন্ডার বেইজড ভায়লেন্স শীষর্ক সভা অনুষ্ঠিত
রবিবার ● ১০ মার্চ ২০১৯


---

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
কর্মক্ষেত্রে নারীদের যে কোন ধরণের ভায়লেন্স বন্ধ করার লক্ষ্যে বাউফল থানার আয়োজনে জেন্ডার বেইজড ভায়লেন্স (জিবিভি) প্রকল্পের আওতায় এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সারে ১১ টায় বাউফলের কালাইয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান এস.এম. ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল থানার অফিসার ইন চার্জ খন্দোকার মো. মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার সাব ইন্সেপেক্টর মৃনাল কান্তি ও ভোরের কাগজের বাউফল উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অতুল চন্দ্র পাল। আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিওকর্মী, বিবাহ রেজিষ্ট্রারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নারীদের নানা ধরণের হয়রানির শিকার প্রতিরোধ নিয়ে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. নূর ইসলাম, বিবাহ রেজিষ্ট্রার মো. মোস্তাফা মিয়া, বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দোকার মো. মোস্তাফিজুর রহমান, ভোরের কাগজ প্রতিনিধি অতুল চন্দ্র পাল, এনজিও কর্মী গৌরী বালা এবং ইউপি চেয়ারম্যান এস.এম. ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:২৮ ● ৫২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ