কলাপাড়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩


কলাপাড়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‘ বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী বিভিন্ন কৌশলে ইতোমধ্যে ৫৬ হাজার জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে। আমাদের জন্য যা কাম্য নয়।এ কারণে আমাদের জনপ্রতিনিধিদেরকে আরও সতর্ক হতে হবে। তাঁরা সবকিছু সঠিকভাবে যাচাই করে যেন একজন মানুষকে নাগরিক সনদ অথবা জন্ম সনদ দেন। ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো ভূয়া জাতীয় পরিচয়পত্র কেউ আর নিতে পারবে না।’ কলাপাড়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। রবিবার বেলা ১১ টায় কলাপাড়া পৌর শহরের শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
নির্বাচন কমিশনের বরিশালের আঞ্চলিক কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্মার্ট জাতীয় পরিচয়পত্রের প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, তথ্য সমৃদ্ধ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে নির্বাচন কমিশন। আগামী এক মাসের মধ্য কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় নাগরিকদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।  নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করে পটুয়াখালীর কলাপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৯ ● ১৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ