আমতলীতে জমির জটিলতায় মডেল মসজিদের নির্মাণ কাজ বন্ধ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে জমির জটিলতায় মডেল মসজিদের নির্মাণ কাজ বন্ধ
রবিবার ● ১৩ আগস্ট ২০২৩


আমতলীতে জমির জটিলতায় মডেল মসজিদের নির্মাণ কাজ বন্ধ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

জমি জটিলতায় আমতলী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ দের বছর ধরে বন্ধ রয়েছে। নির্মাণ কাজ বন্ধ থাকায় মুসুল্লীরা ভোগান্তিতে পরেছে। তারা ঠিকমত নামাজ আদায় করতে পারছেন না। এতে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত জমি জটিলতা নিরসন করে মসজিদ নির্মাণ কাজ শুরুর দাবী জানিয়েছেন তারা।
জানাগেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সম্মৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণের উদ্যোগ নেয়। আমতলী উপজেলার এ মডেল মসজিদ নির্মাণের জন্য ২০১৮-১৯ অর্থ বছরে বরগুনা  গণপুর্ত বিভাগ দরপত্র আহবান করেন। ১৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে এ মডেল মসজিদ নির্মাণ কাজ পায় পটুয়াখালীর আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। কার্যাদেশে উল্লেখ আছে দুই বছরের মধ্যে কাজ সমাপ্ত করতে হবে। কার্যাদেশ দেয়ার দুই বছরে কাজ শুরু করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রথম দফায় মেয়াদ বৃদ্ধি করে ২০২১ সালের অক্টোবরে মসজিদের কাজ শুরু করেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজের শুরুতেই দেখা দেয় জমি নিয়ে জটিলতা। এরই মধ্যে তারা মডেল মসজিদের কিছু পাইল নির্মাণ করেন। দুই মাসের মাথায় ওই কাজ বন্ধ হয়ে যায়। গত  দের বছরে ধরে ওই কাজ বন্ধ রয়েছে। ইতিমধ্যে কাজের মেয়াদ দুই দফায় শেষ হয়ে গেছে। আবারে কাজের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছেন বলে জানান ঠিকাদার আবুল কালাম আজাদ। অভিযোগ রয়েছে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় ঠিকাদার নির্মাণ কাজে গড়িমসি করছেন।
খোজ নিয়ে জানাগেছে, মসজিদ নির্মাণে জমির স্বল্পতা থাকায় ৮ শতাংশ জমি অধিগহনের উদ্যোগ নেয় গণপুর্ত বিভাগ। ওই জমি অধিগ্রহন প্রক্রিয়া অব্যহত রয়েছে বলে জানান বরগুনা গণপুর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হাদিসুুর রহমান। এ জমি অধিগ্রহনে বিলম্ব হওয়ায় মসজিদ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। অপর দিকে পুরাতন মসজিদ ভাঙ্গতে নিলাম করেনি উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ। এতে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।  নির্মাণ কাজ বন্ধ থাকায় মুসুল্লীরা ভোগান্তিতে পরেছে। তারা ঠিকমত নামাজ আদায় করতে পারছেন না। এতে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত জমির জটিলতা ও পুরাতন মসজিদ ভেঙ্গে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরুর দাবী জানিয়েছেন মুসুল্লীরা।
আমতলী পৌর নাগরিক নাশির উদ্দিন খাঁন, আব্দুল লতিফ হাওলাদার, আলহাজ্ব আবদুল জব্বার হাওলাদার ,সুলতান আহম্মেদ ও ছালাম মুন্সি বলেন, মসজিদ নির্মাণ কাজ প্রায় দের বছর ধরে বন্ধ। দ্রুত মসজিদের কাজ শুরুর দাবী জানান তারা।
ঠিকাদার আবুল কালাম আজাদ বলেন, জমি জটিলতা, পুরাতন মসজিদ ভেঙ্গে না দেয়ায় কাজ করতে পারছি না। তিনি আরো বলেন, ইতিমধ্যে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন,  জমির জটিলতার নিরসনে কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই সমাধান হবে।
বরগুনা গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত বিশ্বাস বলেন, জমি অধিগ্রহন প্রক্রিয়া অব্যাহত আছে। প্রক্রিয়া শেষ হলেই কাজ শুরু করা হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:২৭ ● ১৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ