আরও একজন গ্রেফতার কুয়াকাটাগামী পর্যটকের বাস থেকে পৌর টোলের নামে চাঁদাবাজি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আরও একজন গ্রেফতার কুয়াকাটাগামী পর্যটকের বাস থেকে পৌর টোলের নামে চাঁদাবাজি
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
মাত্র এক পক্ষকাল আগে দুই যুবককে পর্যটকের বাস থামিয়ে পৌরটোলের নামে ১৫০ টাকা করে চাঁদাবাজির দায়ে পুলিশ গ্রেফতার করেছিল। মাত্র তিন/চারদিন থেমে ছিল। পুলিশি অভিযান চললে বন্ধ হয়। পুলিশ চলে আসলে ফের শুরু হয়। যেন অদম্যভাবে চলে কুয়াকাটাগামী পর্যটকের বাস থামিয়ে চাঁদাবাজি। কলাপাড়ায় মহাসড়কের শেখ কামাল সেতুর উত্তরপাড়ের সংযোগ সড়কে প্রকাশ্যে এসব চলছে পৌরসভার রশিদ দিয়ে চাঁদাবাজী। পুলিশ শুক্রবার দুপুরে গ্রেফতার করে রুবেল নামের এক যুবককে। যেন আটকানো দায়। দূরপাল্লার পর্যটকবাহী বাসগুলো যেন নিস্তার নেই এ চাঁদাবাজি থেকে। শুক্র-শনি বাসের ভিড় থাকে প্রচুর। তাই এ দুই দিন থাকে এচক্রের মোক্ষম টার্গেট। স্থানীয় এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব স্পষ্ট বলেছেন মহাসড়কে যাকে চাঁদা তোলার সময় পাওয়া যাবে তাকেই গ্রেফতার করা হবে। এরপরে পুলিশও আন্তরিকভাবে নজরদারিতে রেখেছে এদের। কিন্তু যেন ঠেকানো দায়। আর এদের কারণে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। রাজশাহী থেকে আমানউল্লাহ পরিবহনের একটি (খুলনা মেট্রো-ব- ১১-০০৭৮) ও ফালগুনি পরিবহনের একটি (ঢাকা মেট্রো-ব- ১৪-৬৩১৪) দুইটি বাস রিজার্ভ নিয়ে রাজশাহী থেকে কুয়াকাটায় এসছেন। চালক শাহআলম জানান, কলাপাড়া শহরে বাস থামিয়ে কলাপাড়া পৌরসভার রশিদ (৫৭২,৫৭৩) দিয়ে দুই শ’ টাকা পৌরটোল রাখা হয়েছে। একই অভিযোগ করলেন কেএম পরিবহনের বাস (১৪-৭১৩৮) নিয়ে ঝিনাইদহ থেকে আসা চালক মো. শাহীন। এমন চাদাবাজী চলছে ফ্রি-স্টাইলে। আর শুক্র-শনিবার চলে ব্যাপক চাঁদাবাজী। সাপ্তাহিক দুই দিনের ছুটিতে শুক্রবার ভোর থেকেই কুয়াকাটাগামী পর্যটক ও পিকনিক পার্টির বাসের ভিড় রয়েছে। পৌরকর্তৃপক্ষ বরাবরই বলে আসছে মহাসড়কের বাস থামিয়ে চাঁদা তোলার সুযোগ নেই। কিন্তু রহস্যজনক কারণে পৌর টোলের ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না।কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেছেন, দুরপাল্লার পর্যটকের বাস আটকে চাঁদা তুলতে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:০০ ● ১৫৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ