নেছারাবাদে দু‘পোল্ট্রি খামার মালিককে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দু‘পোল্ট্রি খামার মালিককে জরিমানা
সোমবার ● ২৯ মে ২০২৩


নেছারাবাদে দু‘পোল্ট্রি খামার মালিককে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে অনিবন্ধনকৃত খামার পরিচালনা ও আশেপাশের পরিবেশ দুষন করার দায়ে দুই পোল্ট্রি খামারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৮ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব উল্লাহ মজুমদার ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস পাল পৃথক অভিযান পরিচালনা করেন।
নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় নির্র্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয় ঐদিন বিকেলে জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠি এলাকা অভিযান চালিয়ে পশুরোগ আইন,২০০৫ এর আওতায় পোল্ট্রি খামার মালিক মো. জামাল হোসেন ও মো. মিজানুর রহমান প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৮:৩৬ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ