আমতলীতে যুবলীগের বর্ধিত সভা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে যুবলীগের বর্ধিত সভা
সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৩


আমতলী যুবলীগের বর্ধিত সভা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আমতলী সরকারী কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভার উদ্বোধন করেছেন প্রধান অতিথি প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুভাষ চন্দ্র হালদার।
আমতলী উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসামনী হাসানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুভাষ চন্দ্র হালদার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুহাম্মদ বদিউল আলম, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সদস্য সাইফুর রহমান সুমন ও আব্দুল্লাহ আল মামুন মিঠু। প্রধান বক্তা ছিলেন বরগুনা জেলা যুবলীগ সভাপতি মোঃ রেজাউল করিম এ্যাটম, বিশেষ বক্তা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স-সভাপতি এলামান উদ্দিন আহম্মেদ সুহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ হোসেন জুয়েল ও সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াস আকন। সভা সঞ্চালনা করেনে আমতলী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান। বর্ধিত সভায় উপজেলার হাজার খানেক নেতাকর্মী উপস্থিত হন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৬:২৫ ● ১২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ