চাকুরিতে পর্যায়োন্নয়ন দাবিপবিপ্রবিতে কর্মকর্তা এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট

প্রথম পাতা » পটুয়াখালী » চাকুরিতে পর্যায়োন্নয়ন দাবিপবিপ্রবিতে কর্মকর্তা এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট
সোমবার ● ৩০ জানুয়ারী ২০২৩


পবিপ্রবিতে কর্মকর্তা এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

অন্যান্য পাবলিক বিশ^বিদ্যালয়ের ন্যায় চাকুরিতে তিনটি পর্যায়োন্নয় দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তারা। সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কর্মকর্তারা কর্মবিরতিসহ অবস্থান ধর্মঘট পালন করেছে।
পবিপ্রবি কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিষ্ট্রার মো: সাইদুর রহমান জুয়েল‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ওয়াজকুরুনি‘র সঞ্চালনায় অবস্থান ধর্মঘটের সমাবেশে অন্যান্যের মধ্যে ডেপুটি রেজিষ্ট্রার মো: আরিফুর রহমান জুয়েল, মিজানুর রহমান টমাস, মো: আতাউর রহমান, জসিম উদ্দিন বাদল প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, অবিলম্বে বৈষম্যমূলক আচরণ বন্ধ, কর্মকর্তাদে যৌক্তিক দাবি মেনে নেয়ার আহবান জানান। অন্যথায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লাগাতার কর্মবিরতিসহ কঠর আন্দোলনে ক্যাম্পাস অচল করার ঘোষনা দেন।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বিশ^বিদ্যালয়ের সর্বশেষ রিজেন্ট বোর্ডে কর্মকর্তাদের পর্যায়োন্ননের বিষয়টি চুড়ান্ত অনুমোদনের কথা থাকলেও অদৃশ্য কারণে অনুমোদন না হওয়ায় কর্মকর্তারা ৩০, ৩১জানুয়ারি কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের আল্টিমেটাম দেয়।

এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:০৪ ● ১৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ