গলাচিপায় অবৈধ দানবযান ট্রলি-বন্ধে নেই কোন উদ্যোগ!

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপায় অবৈধ দানবযান ট্রলি-বন্ধে নেই কোন উদ্যোগ!
বুধবার ● ৬ মার্চ ২০১৯


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
সারাদেশে সকল যানবাহনের কাগজপত্র চেকিংএর উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। কিন্তু গলাচিপায় অবৈধ যানবাহন বন্ধেও নেই কোন পদক্ষেপ। এমনকি কৃষিকাজে ব্যবহারের উপকরণকে যান বানিয়ে দুর্ঘটনাসহ সড়কের বেহালদশা করে দেয়া যানবাহন বন্ধেও কোন পদক্ষেপ নিচ্ছেনা পুলিশসহ কোন প্রশাসন। পুলিশ প্রশাসন বলছে খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু আদৌ এ অবৈধ যান চলাচল বন্ধ হবে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছে সাধারন মানুষ। কেউ বলছে ট্রলি। কেউ বা, রুস্তুম, হামজা, উলকা বিভিন্ন নামে পরিচিত। অন্তত ১৫০টি এমন যান রয়েছে গলাচিপা উপজেলায়। এসব যানের নেই কোন রুট কিংবা রোড পারমিট। তারপরও দৈত্যাকৃতির যান চলছে ফ্রি-স্টাইলে। এ যানটি কোন রাস্তায় চলাচল করলে আর রক্ষা নেই। খানাখন্দে একাকার হয়ে যায়। গলাচিপা পৌরসভা ও এলজিইডির নির্মিত পাকা-কাঁচা সড়কের বেহাল দশা করেছে এই দৈত্যাকৃতির যান। সরকারের কোটি কোটি টাকায় নির্মিত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত করে দিয়েছে এসব অবৈধ বাহন। এটি বন্ধের জন্য গলাচিপা পৌরবাসি ও ১২ ইউনিয়নের সচেতন নাগরিক প্রশাসনের কাছে অবৈধ ট্রলি বন্ধের দাবী জানানো হয়েছে, জানাযায় গলাচিপা আইনশৃঙ্খলার সভায় একাধিক চেয়ারম্যান বহুবার বলেছেন। কিন্তু বন্ধ হয়নি। অভিযোগ রয়েছে এটি যারা ব্যবহার করছেন তাঁরা সবাই প্রভাবশালী। আবার অধিকাংশরা সরকারি দলের নেতা কিংবা জনপ্রতিনিধির ছত্র-ছায়ায়। মানুষের অভিযোগ, গলাচিপা পৌরসভা, গলাচিপা, ডাকুয়া, চিকনিকান্দি, গজালিয়া, কলাগাছিয়া, বকুলবাড়িয়া , আমখোলা, গোলখালী, পানপট্টি, চরবিশ্বাস, চরকাজল ইউনিয়নসহ বিভিন্ন রুটে উপজেলার প্রায় পাকা সড়কই খানাখন্দে একাকার করে দিয়েছে এই দৈত্যাকৃতির যান। এমন কোন ইউনিয়ন নেই যেখানকার অন্তত ৪/৫ কিমি পাকা সড়ক এই ট্রলির চাকায় ভেঙ্গে একাকার হয়নি। কিন্তু কখনও বন্ধ হয়নি এই আজব যান। রাস্তাঘাট ভাঙ্গার এ যান এখন গলাচিপা জনপদে আতঙ্ক হয়ে গেছে। এই যানের চাকায় পিস্ট হয়ে ইতোমধ্যে কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। আদৌ এ অবৈধ যান চলাচল বন্ধ হবে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছে গলাচিপা পৌরসভাসহ উপজেলার সাধারন মানুষ।##

বাংলাদেশ সময়: ৯:৩৪:১৭ ● ৩৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ