৮৭ বছর পর কাসিকোয় এগিয়ে বার্সেলোনা

প্রথম পাতা » খেলা » ৮৭ বছর পর কাসিকোয় এগিয়ে বার্সেলোনা
রবিবার ● ৩ মার্চ ২০১৯


খেলার মুহূর্ত
সাগরকন্যা স্পোর্টস ডেস্ক ॥
রিয়াল মাদ্রিদের বিপে সময় দারুণ কাটছে বার্সেলোনার। তার প্রতিফলন পড়েছে পরিসংখ্যানেও। চির প্রতিদ্বন্দ্বীদের বিপে মুখোমুখি লড়াইয়ে জয়র দিক থেকে ১৯৩২ সালের পর এই প্রথম এগিয়ে গেছে কাতালুনিয়ার কাবটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগায় ইভান রাকিতেচের একমাত্র গোলে জিতে বার্সেলোনা। এই জয়ে দীর্ঘ ৮৭ বছর পর রিয়ালকে পেছনে ফেলেছে তারা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাদ্রিদের কাবটির চারবারের দেখায় তিনটিতেই জিতল বার্সেলোনা, অন্যটি ড্র। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে বার্সেলোনার এটি ৯৬তম জয়। রিয়ালের জয় ৯৫টি।
রিয়ালের বিপে গত দেড় দশকে বার্সেলোনা দারুণ সফল। ২০০৩ সালের আগ পর্যন্ত বের্নাবেউয়ে ৭৪ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছিল কাম্প নউয়ের কাবটি। আর ২০০৪ সাল থেকে রিয়ালের মাঠে ২৫ ম্যাচ খেলেই ১৩টি জিতেছে তারা। এর ১১টিই এসেছে গত এক দশকে।
এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি জয় হলো, ২০০৯ সালে ৬-২, ২০১৫ সালে ৪-০ আর গত মৌসুমে ৩-০ গোলে।

বাংলাদেশ সময়: ৩:২২:০৬ ● ৪০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ