গভীর সাগরে মৎস্য আহরণে ৬৫দিনের নিষেধাজ্ঞা

প্রথম পাতা » কুয়াকাটা » গভীর সাগরে মৎস্য আহরণে ৬৫দিনের নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২


গভীর সাগরে মৎস্য আহরণে ৬৫দিনের নিষেধাজ্ঞা

কুয়াকাটা(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজনন ও বৃদ্ধির জন্য আজ মধ্যরাত থেকে শুরু হয়েছে ৬৫ দিনের মৎস্য আহরনের উপড় নিষেধাজ্ঞা। মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। ২০১৫ সাল থেকে শুধুমাত্র ইন্ড্রাস্ট্রিয়াল ট্রলারের জন্য এ বিধিনিষেধ জারি হলেও ২০১৯ সাল থেকে সকল মাছ ধরা ট্রলারকে এর আওতায় আনা হয়।

এদিকে ৬৫ দিনের আবরোধ শুরু হওয়ায় দেশের বৃহৎ মৎস্যবন্দর আলপিুর-মহিপুর এবং গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন নদী মোহনায় আশ্রয় নিয়েছে কয়েক হাজার মাছ ধরা ট্রলার।

শুরু থেকেই এ বিধি নিষেধের বিরোধিতা করে আসছে জেলে, ব্যবসায়ীসহ মৎস্যজীবিরা। তাদের দাবী ভারতের সাথে সমন্বয় করে ৬৫ দিনের অবরোধের বিধি-নিষেধ প্রদান করার। পাশাপাশি এসময়ে গভীর সাগরে ভারতীয় জেলেদের মাছ শিকার বন্ধের দাবী জেলেদের।

মৎস্য অফিস জানায়, অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৪৭ হাজার ৮শ’ ৫জন নিবন্ধিত ইলিশ শিকারী জেলে প্রতি ৮৬ কেজি করে চাল প্রদান করা হবে। তবে এ খাদ্য সহায়তাকে অপ্রতুল বলছেন জেলেরা।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৮:১৬ ● ২৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ