আমতলীতে যানবাহনে ভাড়া নির্ধারণে মতবিনিময় সভা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে যানবাহনে ভাড়া নির্ধারণে মতবিনিময় সভা
রবিবার ● ৮ মে ২০২২


আমতলীতে যানবাহনে ভাড়া নির্ধারণে মতবিনিময় সভা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 

আমতলী পৌরসভার উদ্যোগে পৌর শহরে চলাচলকারী ব্যাটারী চালিত অটো রিক্সার ভাড়া নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জানাগেছে, গত একমাস ধরে আমতলী পৌর শহরের চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিক্সা চালকরা ভাড়া নিয়ে বেশ নৈরাজ্য চালিয়ে আসছে। অটোরিক্সা চালকদের এমন নৈরাজ্যের প্রতিবাদ করায় বেশ কয়েকজন লাঞ্ছিতের শিকার হয়। রিক্সা চালকদের এমন নৈরাজ্য নজরে আসে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের। অটোরিক্সার ভাড়া নির্ধারণ ও নৈরাজ্য বন্ধে রবিবার দুপুরে মেয়র মতিয়ার রহমানের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে সুশীল ব্যক্তিবর্গ নিয়ে মতবিনিময় সভা আহবান করেন তিনি। মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্Í) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন, আমতলী প্রেসক্লাব সভাপতি এ্যাড, শাহাবুদ্দিন পান্না, সাংবাদিক রেজাউল করিম বাদল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সভাপতি অশোক কুমার মজুমদার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ। বক্তব্য রাখেন কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান,  মোঃ আবুল বাশার রুমি, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, লিপি আক্তার ও মাকসুদা বেগম। সভায় পৌর শহরের চলাচলকারী অটো রিক্সার ভাড়া নির্ধারন করে শহরের বিভিন্ন স্থানে চার্ট টানিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত এবং ব্যাটারী চালিত অটো রিক্সার নৈরাজ্য বন্ধ করতে ভাড়া নির্ধারণ করে শহরের বিভিন্ন স্থানে চার্ট টানিয়ে দেয়ার সিন্ধান্ত হয়েছে। তিনি আরো বলেন, উভয় স্বার্থে রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

 

 

এমএইচকে/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:১৫:২২ ● ৪৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ