কাউখালীতে খেতমজুর সমিতির বিক্ষোভ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে খেতমজুর সমিতির বিক্ষোভ
রবিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২২


কাউখালীতে খেতমজুর সমিতির বিক্ষোভ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে খাস জমির অবৈধ বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বিতরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ গতিরোধসহ ৮দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি।
রোববার (২৭ ফেব্রুয়ারী)বেলা ১১টার দিকে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শতাধিক ভূমিহীন নারী-পুরুষ বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি কাউখালী উপজেলা শাখার ব্যানারে বিক্ষোভ-সমাবেশ করে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পিরোজপুরের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন। এরআগে শহরে বিক্ষোভ মিছিল করেন এসব ভূমিহীন নারী-পুরুষ।
বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি নারায়ন চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি পিরোজপুর জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড নিমাই মন্ডল,বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমূখ।
বক্তারা বলেন, সরকারি খাস জমিগুলো ভুয়া বন্দোবস্ত করে দখল করছে প্রভাবশালীরা। তা খতিয়ে দেখে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাস জমিগুলো ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়া ও জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিচারের চাবি জানান তারা।একই সঙ্গে গরিব মানুষের উন্নত জীবন যাপন নিশ্চিতেরও দাবি জানানো হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০১:৩১ ● ২২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ