রাঙ্গাবালীতে আ.লীগের তিন নেতাসহ দু’প্রার্থীকে শোকজ!

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে আ.লীগের তিন নেতাসহ দু’প্রার্থীকে শোকজ!
মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২


রাঙ্গাবালীতে আ.লীগের তিন নেতাসহ দু’প্রার্থীকে শোকজ!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

রাঙ্গাবালীতে আ.লীগের তিন নেতাসহ দুই প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুই ইউপিতে আওয়ামী লীগের তিন নেতা  ও বিদ্রোহী  দুই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকালাপে জড়িত থাকার অভিযোগ এনে কারণ দর্শানোর এ চিঠি যাদের দেওয়া হয় তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাহেদ আকন, বড়বাইশদিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন,  মৌডুবী ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ইলিয়াস মাহমুদ শিপন, মৌডুবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম টুকু, মৌডুবী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোঃ হাসান মাহমুদ শাকুর। এই তিন নেতা ও বিদ্রোহী দুই প্রার্থীকে দেওয়া পৃথক চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে আগামী ৭ জানুয়ারী জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগ রয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। চিঠিতে আরো বলা হয়, গঠনতন্ত্র ৪৭ (১১) ধারা মোতাবেক কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো। অন্যথায় গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ জানান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের মাধ্যমে আজ সোমবার তাদের কাছে কারণ দর্শানো চিঠি পাঠানো হয়েছে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২০:১২ ● ৭২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ