বাহেচর-গোমা-দীনারের পূল সড়কে-দুমকিতে বাহেরচর-নলুয়া ফেরী চলাচল শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » বাহেচর-গোমা-দীনারের পূল সড়কে-দুমকিতে বাহেরচর-নলুয়া ফেরী চলাচল শুরু
শুক্রবার ● ৩ ডিসেম্বর ২০২১


দুমকিতে বাহেরচর-নলুয়া ফেরী চলাচল শুরু

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকি উপজেলার বাহেরচর-গোমা-দীনারের পূল সড়কের  ০ কি.মিটারে বাহেরচর-নলুয়া ফেরী চলাচল আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টায় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ফেরী চলাচলের উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) জাতীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতœা। বাহেরচর ফেরীঘাটের নলুয়া প্রান্তে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওমর ফারুক, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, দুমকি উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এড. মাসুদ আল মামুন, বরিশাল জেলা পরিষদ সদস্য মাসুদ খান, নলুয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম খান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দুমকি, বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগণ, দু’পারের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাহেরচর ফেরী চলাচল শুরু হওয়ার মধ্যোদিয়ে দুমকির সাথে বাকেরগঞ্জের নদী বেষ্টিত নলুয়া, কবাই, দুধল ইউনিয়ন হয়ে বিভাগীয় শহর বরিশালের সহজ সড়ক যোগাযোগ স্থাপিত হলো।


এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৩ ● ৫৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ