দুমকিতে সড়ক যাচ্ছে নদীর পেটে!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে সড়ক যাচ্ছে নদীর পেটে!
সোমবার ● ২০ সেপ্টেম্বর ২০২১


দুমকিতে সড়ক যাচ্ছে নদীর পেটে!

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 পটুয়াখালীর দুমকিতে নির্মাণের ৬মাসেই নদীতে ভেঙ্গে যাচ্ছে এলজিইডি’র পাকা সড়ক! দ্রুত ব্যবস্থা নেয়া না হলে পুরোটা ভেঙ্গে বিচ্ছিন্ন হতে পারে ওই এলাকার সড়ক যোগাযোগ।
সরেজমিন পরিদর্শণে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের কচাবুনিয়া নদীর পশ্চিমপার নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার সড়কের মাঝামাঝি অন্ততঃ ১৫মিঃ পাকা রাস্তার প্রায় অর্ধেকাংশ নদীতে ভেঙ্গে পড়েছে। বকি অর্ধেকাংশেও ফাটল ধরেছে। স্থানীয়দের অভিযোগ, নদীর তীরে পাইলিং বা সাপোর্টিং না থাকায় সাড়ে ৩কোটি টাকা ব্যয়ে নির্মিত নূতন সড়কটি মাত্র ছয় মাসেই ভেঙ্গে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য আবদুল বারেক হাওলাদার বলেন, ঠিকাদার যেনতেন ভাবে তরিঘড়ি রাস্তার কার্পেটিং কাজ শেষ করলেও অনেক কাজ ফেলে রেখেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, যথাযথ পরিমাপ ঠিক না রাখাসহ নানা অনিয়মের আশ্রয় নেয়ায় কাজের গুণগত মান ঠিক নেই। তাছাড়া নদীর তীরে ঝূকিপূর্ণ স্থানে পাইল-সাপোর্ট না থাকায় জোয়ারের স্রোতে নীচের মাটি সড়ে যাওয়ায় সড়ক ভেঙ্গে যাচ্ছে। একই বক্তব্য দক্ষিন পাঙাশিয়া গ্রামের বাসিন্দা সেকান্দার মল্লিক, আঃ রাজ্জাক, আবু ইউসুব খানসহ অনেকের।
পাঙ্গাশিয়া তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস পিয়ারা বেগম জানান, নদীতে ভেঙ্গে পড়া রাস্তা দিয়ে স্কুলের বেশীর ভাগ ছাত্রছাত্রীদের নিয়মিত আসতে যেতে হয়। আমাদের এসব শিশু শিক্ষার্থীদের নিয়ে চরম দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। সড়ক যোগাযোগ রক্ষায় ভাঙ্গন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।
ইউপি চেয়ারম্যান এড. গাজী নজরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলীকে তড়িৎ ব্যবস্থা নিতে বলা হয়েছে। যতদ্রুত সম্ভব মেরামত কাজ শুরু করা হবে।
এবিষয়ে দুমকি উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুর রহমান বলেন, সড়কের ভাঙ্গন মেরামতে প্রাথমিক ভাবে ৩লাখ টাকার (প্রাক্কলন) প্রকল্প হাতে নিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু করার কথা রয়েছ। ইউপি চেয়ারম্যান কাজে গরিমশি করলে আমরাই রাস্তাটি মেরামত করে দেব।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৫:৫৬ ● ২৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ