ভেঙ্গে দেয়া হয়েছে ২০ স্থাপনা কলাপাড়ায় বাঁধ কেটে উন্মুক্ত করা হয়েছে খাল

প্রথম পাতা » পটুয়াখালী » ভেঙ্গে দেয়া হয়েছে ২০ স্থাপনা কলাপাড়ায় বাঁধ কেটে উন্মুক্ত করা হয়েছে খাল
মঙ্গলবার ● ১৭ আগস্ট ২০২১


বাঁধ কেটে দেওয়ার দৃশ্য।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে শান্তির খালের চারটি অবৈধ বাঁধ কেটে উন্মুক্ত করা হয়েছে। এ খালটি দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল। রবিবার বিকালের দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ওই খালে বাঁধ কেটে উন্মুক্ত করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, অবৈধভাবে বাঁধ নির্মাণের করনে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে আমনের বীজতলা পানিতে তলিয়ে পঁচে গেছে। বাঁধ কেটে খাল মুক্ত করে দেওয়ায় স্বস্তি ফিরে পেয়েছে ওইসব কৃষকার। এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রান কেন্দ্রের মেয়র খালের পাড়ে অবৈধ ২০টি স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। সোমবার শেষ বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল এ অভিযান চালিয়ে ওইসব স্থাপনা ভেঙ্গে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, এলাকাবাসী অভিযোগে উপজেলা প্রশাসন চারটি বাঁধ এবং ১৬টি জাল অপসারণ করা হয়েছে। এছাড়া উপজেলায় যতগুলো অবৈধ বাঁধ রয়েছে তা পর্যায়ক্রমে অপসারণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

এমআরবি/এনবি

বাংলাদেশ সময়: ১৮:১৯:৩৩ ● ৬২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ