কুয়াকাটায় জেলেদের জালে বিরল প্রজাতির মাছ

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় জেলেদের জালে বিরল প্রজাতির মাছ
শনিবার ● ৭ আগস্ট ২০২১


জেলেদের জালে আটক হওয়া বিরল প্রজাতির মাছ

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে জেলেদের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। শনিবার দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুরের মীম আড়তে মাছটি নিয়ে আসে। প্রায় ৭ ফুট দৈর্ঘ্য, ২ ফুট প্রস্থ এবং ৪০ কেজি ওজনের এ বিরল প্রজাতির মাছটি ২ হাজার টাকায় ক্রয় করেছেন স্থানীয় ক্রেতা চয়ন রহমান। তিনি জানিয়েছেন, এ মাছটি ঢাকার মোকামে বিক্রির জন্য পাঠাবেন। সামুদ্রিক জীববৈচিত্র নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ফিসের সহকারি গবেষক সাগরিকা স্মৃতি বলেন, জেলেরা এ মাছটিকে গোলপাতা নামে চিনলেও এর বৈজ্ঞানিক নাম ইস্টিওফোরাস প্ল্যাটিপটারাস। কলাপাড়া উপজেলার মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক মাছের মধ্যে ইস্টিওফোরাস প্ল্যাটিপটারাস প্রজাতির সেইল ফিস এটি। এ মাছ গভীর সমুদ্রে দেখা যায়। খেতে খুবই সুস্বাদু এবং বিদেশেও শুঁটকির বেশ চাহিদা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৬ ● ৮০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ