কলাপাড়ায় আ’লীগের প্রার্থী বিপুল হাওলাদার পুণ: মেয়র নির্বাচিত

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় আ’লীগের প্রার্থী বিপুল হাওলাদার পুণ: মেয়র নির্বাচিত
রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১


কলাপাড়ায় আ’লীগের প্রার্থী বিপুল হাওলাদার পুন: মেয়র নির্বাচিত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়া পৌরসভার সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিপুল হাওলাদার ৪২৪ ভোটের ব্যবধানে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৬৫৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী জগ প্রতীকের দিদার উদ্দিন মাসুম ব্যাপারী পেয়েছেন ৩২৩৫ ভোট। ধানের শীষের প্রার্থী হাজী হুমায়ুন সিকদারের ঘটেছে ভরাডুবি।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল চার টা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। রবিবার কুয়াশায় ঢাকা সকালেই পৌর নাগরিকরা ভিড় করেন কেন্দ্র গুলোতে। শহরের ১০টি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ভিড় ছিল লক্ষ্যনীয়। তবে প্রথমবারের মতো ইভিএমএ ভোট গ্রহণ নিয়ে কিছুটা বিলম্ব হয়েছে। নাচনাপাড়া গ্রামের ৭৮ বছর বয়সী ছফুরা বেগম ছেলে বউ নাসিমার সহায়তায় খেপুপাড়া হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। জানালেন, একটু কষ্ট হচ্ছে। কিন্তু আনন্দ আছে। নিজেই ভোট দিচ্ছি। ১২ হাজার ৮৯১ জন ভোটার অধ্যুষিত কলাপাড়া পৌরসভার এ নির্বাচনে চারজন প্রার্থী লড়েছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৬:২৫ ● ৩৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ