কুয়াকাটা সৈকতের পরিবেশগত সমস্যা সমাধানে করনীয় শীর্ষক সভা

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতের পরিবেশগত সমস্যা সমাধানে করনীয় শীর্ষক সভা
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১


কুয়াকাটা সৈকতের পরিবেশগত সমস্যা সমাধানে করনীয় শীর্ষক সভা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা সমুদ্র সৈকতের বিদ্যমান নানামূখী পরিবেশগত সমস্যা এবং সমাধানে করনীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুয়াকাটা পর্যটন মোটেল হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।
স্বাগত বক্তব্য রাখেন বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন। বিষয় ভিত্তিক আলোচনা করেন, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, উন্নয়নকর্মী হাসানুল ইকবাল, ট্যুও অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটার সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদ, শিক্ষক এমএ বারী আজাদ, কাউন্সিলর মজিবর রহমান প্রমুখ।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১০:১২ ● ৩৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ