গৌরনদীতে ১৫অবৈধ স্থাপণা উচ্ছেদ

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ১৫অবৈধ স্থাপণা উচ্ছেদ
সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১


গৌরনদীতে ১৫অবৈধ স্থাপণা উচ্ছেদ

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন বার্থী-বড়দুলালী খালে নির্মাণাধীন অবৈধ পাকা ১৫টি  স্থাপনা (দোকান ঘর) উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে এ অবৈধ স্থাপণা গুড়িয়ে দেয়া হয়।
বার্থী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মিশেল আল সাদিক বলেন, দোকান ঘর নির্মাণের জন্য স্থানীয় প্রভাবশালী কানাডা প্রবাসী আজিম উদ্দিন মোল্লা ও তার সহোদর ভাই যুবলীগ নেতা মোফাজ্জেল হোসেন মোল্লা বার্থী মৌজার বঙ্গবন্ধু সড়কের পাশে জনগুরুত্বপূর্ন বার্থী-বড়দুলালী খাল দখল করে পাকা পিলার স্থাপন করেন। খবর পেয়ে এসিল্যান্ড স্যারের নির্দেশে আমি সরেজমিন পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপর দখলকারীরা পূনরায় নির্মাণ কাজ শুরু করে। সোমমবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় অবৈধ স্থাপণা উচ্ছেদ অভিযান শুরু করেন। এ সময় ভূমি অফিসের শ্রমিকরা নির্মাণাধীন অবৈধ ১৫টি স্থাপণা গুড়িয়ে দেয়। সার্ভেয়ার মোঃ শাহজাদা মিয়া, বার্থী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মিশেল আল সাদিক, নাজির আলাউল ইসলাম, থানার এসআই আব্দুল হক উপস্থিত ছিলেন।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩০:৫৭ ● ৩৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ