মাষ্টারপ্লান অনুযায়ী কুয়াকাটার উন্নয়ন করা হবে- পরিকল্পনা মন্ত্রী

প্রথম পাতা » কুয়াকাটা » মাষ্টারপ্লান অনুযায়ী কুয়াকাটার উন্নয়ন করা হবে- পরিকল্পনা মন্ত্রী
বুধবার ● ২০ জানুয়ারী ২০২১


মাষ্টারপ্লান অনুযায়ী কুয়াকাটার উন্নয়ন করা হবে- পরিকল্পনা মন্ত্রী

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

সরকারের গৃহীত মাষ্টারপ্লান অনুযায়ী পর্যটন কেন্দ্র কুয়াকাটার উন্নয়ন করা হবে। পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে চাই যুগপোযোগী পরিকল্পনা। পর্যটকদের তিন ক্যাটাগরি ভাগ করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী পরিকল্পনা মন্ত্রনালয় কাজ  করে যাচ্ছেন।
বুধবার (২০ জানুয়ারি) শেষ বিকেলে কুয়াকাটা সমূদ্র সৈকত পরিদর্শনকালে সংবাদকর্মীদের এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান। সৈকতে দাড়িয়ে মন্ত্রী স্ব-পরিবারে সুর্যাস্তের দৃশ্য অবলোকন করেন। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, দেশীয় পর্যটকরা  যাতে বিদেশমুখী  না হয় সে লক্ষ্যেদেশের পর্যটন শিল্পকে সাজানোর পরিকল্পনা নেয়া হচ্ছে। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সম্ভব্যতা যাচাই করা হয়েছে। পদ্মা ও লেবুখালী সেতু চালু হলে কম সময়ে পর্যটকরা কুয়াকাটা আসতে পারবে।
বৃহস্পতিবার সুর্যোদয় দেখাসহ একাধিক দর্শনীয় পর্যটন জোন পরিদর্শন করার কথা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মাদ ইয়ামিন চৌধুরী, পটুয়াখালী জেলা পরিসংখ্যান অফিসার মো: আতিকুর রহমান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সিনিয়র এএসপি মো: সোহরাব হোসেন,কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মাদ আবদুল্লাহ,কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার প্রমুখ।এর আগে  বুধবার দুপুর ২ টায় পায়রা বন্দর পরিদর্শণ করেন।

কেএআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:৪০ ● ৩৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ