পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সেমিনার

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সেমিনার
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১


পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সেমিনার

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥


নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পটুয়াখালীতে প্রতীকি র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা এসব কর্মসূচী পালিত হয়। প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে প্রতিকী র‌্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেরা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলনের গুরুত্ব এবং বিদ্যমান আইনের প্রয়োগ শির্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাইনুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর হোসেন শিপন, জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী অঅলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মন্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ ও উপজেলা চেয়াম্যান এ্যাডভোকেট ফোরকান।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. তারেক মাহমুদ আবীর।
আলোচকরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইনগুলোর সুবিধা নিতে সকলের প্রতি আহবান জানান।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:৪৭ ● ৩৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ