কুয়াকাটা ও দুমকিতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটা ও দুমকিতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০


 

কুয়াকাটা ও দুমকিতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাগরকন্যা ডেস্ক রিপোর্ট॥

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটা ও দুমকিতে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেককাটা, আলোচনা সভা, রেলী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটকদের মধ্যে মাস্ক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ কর্মসূচী।
রবিবার বেলা এগারটায় পর্যটন নগরী কুয়াকাটার প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ রূপান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন।
বক্তব্য রাখেন ট্যুরস অপারেটর এশোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মিলন সরকার, প্রচার সম্পাদক রাসেল কবির মুরাদ প্রমুখ।

কুয়াকাটা ও দুমকিতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অপর দিকে প্রেসক্লাব, দুমকির হলরুমে অধ্যক্ষ মো: জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আল-ইমরান প্রধান অতিথি ছিলেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর’র উপজেলা প্রতিনিধি মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, ডিইউজের সদস্য ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম সালাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দুমকি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল মহিলা কলেজ অধ্যক্ষ মো: জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, নূতন বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সার্জেন্ট (অব) এসএম ফজলুল হক, সাধারণ সম্পাদক মো:সহিদুল ইসলাম সর্দার প্রমুখ বক্তৃতা করেন।
দৈনিক দেশ রূপান্তরের অগ্রযাত্রার শুভকামনা জ্ঞাপন করে বক্তরা বলেন, দ্রুততম সময়ে দৈনিক দেশ রূপান্তর সকল শ্রেনীর পাঠকের কাছে আস্থার জায়গাসহ জনপ্রিয়তা অর্জন করেছে। সত্যিকার অর্থে সংবাদ প্রকাশে দ্বায়িত্বশীলদের ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিস্ক মিডিয়ার গনমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর

বাংলাদেশ সময়: ২০:২৭:৫৬ ● ২৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ