কলাপাড়ায় যৌতুক দাবিতে গৃহবধুকে নিষ্ঠুর নির্যাতন, তালাকের হুমকি

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় যৌতুক দাবিতে গৃহবধুকে নিষ্ঠুর নির্যাতন, তালাকের হুমকি
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০


কলাপাড়ায় যৌতুক দাবিতে গৃহবধুকে নিষ্ঠুর নির্যাতন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

বিয়ের সাত বছরেই রেশমা বেগমের সুখের সংসারে অমাবস্যার আঁধার নেমে এসেছে। সংসারে সুখের দিনের ইতি টানার শঙ্কা দেখা দিয়েছে। স্বামী রাকিবুল আহসানের যৌতুকের দাবি মেটাতে না পারলে তালাক দেয়ার হুমকি এসেছে। পাঁচ বছরের একমাত্র কন্যা সন্তান  রুহানীকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় কাটছে একেকটি মুহুর্ত। এরই মধ্যে চুলের মুুঠি ধরে লোহার রড দিয়ে পেটানো হয়েছে রেশমাকে। হাসাপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এই গৃহবধূর এখন সন্তানসহ নিরাপত্তার পাশাপাশি আইনি সহায়তা প্রয়োজন। রেশমা কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু দমেনি পাষন্ড স্বামী রাকিবুলের বর্বর আচরণ।
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামে বসবাস এ গৃহবধূর। স্বামী রাকিবুলের সঙ্গে প্রায় সাত বছর আগে বিয়ে হয়। সংসারে সুখ ছিল। কন্যা সন্তান জন্মের পর থেকেই শুরু হয় নির্যাতনের ধারা। নানা ছল ছুতোয় বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য গালাগাল, চলে শারীরিক নির্যাতন। ক্রমশ নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। শ^শুর মকবুল হোসেন রেশমার পক্ষ নিলেও শেষ রক্ষা হয় নি। পাষন্ড রাকিবুল সুযোগ পেলেই হামলে পড়ে। বর্তমানে এ গহবধূর সংসারে ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। স্বামীর তালাক দেয়ার হুমকির পাশাপাশি নির্যাতনের কারণে এখন সে সবকিছু অন্ধকার দেখছে। সে এসবের প্রতিকার চাইতে থানা পুলিশের সহায়তা চেয়েছেন। রেশমা বারবার গণমাধ্যম কর্মীদেও মোবাইল কওে কান্না জুড়ে দেন। কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিনি খোঁজ নিচ্ছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানালেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩১:৫১ ● ৩০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ