নেছারাবাদে ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন সভা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন সভা
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২০


নেছারাবাদে ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন সভা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে জাতীয় ভিটামিন ”এ’ প্লাস ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়ার সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (মা ও শিশু) ডা. মো. গিয়াস উদ্দিন খান, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইদুর রহমান, সাংবাদিক মো. নজরুল ইসলাম  প্রমুখ। হাসপাতাল সুত্র জানায়, আগামি ৪- ১৭ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত উপজেলার ২৪১টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৫১৯ শিশুকে একটি নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত  ২০ হাজার ১০৭  শিশুকে একটি  লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪০:৫৫ ● ৩৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ