বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সড়কে বৃক্ষরোপণ করলেন পানিসম্পদ উপমন্ত্রী

প্রথম পাতা » ঢাকা » বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সড়কে বৃক্ষরোপণ করলেন পানিসম্পদ উপমন্ত্রী
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২০


বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সড়কে বৃক্ষরোপণ করলেন পানিসম্পদ উপমন্ত্রী

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সড়কে বৃক্ষরোপণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
বৃহস্পতিবার বেলা ১১ টায় তিনি এ বৃক্ষরোপণ করেন। এর আগে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট  নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা  চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব  শাবান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান আলী বিশ্বাস সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর উপমন্ত্রী প্রেস ক্লাব, গোপালগঞ্জে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকের মধ্যে সরকারের অনুদানের চেক বিতরণ করেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪২:৪৮ ● ২৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ