কাউখালীতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০


কাউখালীতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবীতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কাউখালী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখা। এ মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার.ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমূখ।
বক্তারা, ইউএনও ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলাকারীদের আসামীদের দ্রুত বিচার দাবী করেন। এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।
মানববন্ধন কাউখালী উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ ছাড়াও মুক্তিযোদ্ধা,শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫১ ● ২৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ