আমতলীতে জাতীয় শোক দিবস পালন

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে জাতীয় শোক দিবস পালন
শনিবার ● ১৫ আগস্ট ২০২০


আমতলীতে জাতীয় শোক দিবস পালন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কোরান খতম, দোয়া মোনাজাত, এতিম খানা ও হাসপাতালে বিশেষ খাবার বিতরন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শাহজাহান কবির, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মোঃ শহীদুল ইসলাম মৃধা, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ। এছাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

দিবসটি উপলক্ষ উপজেলা প্রশাসনের উদ্যোগে বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
আমতলী যুব উন্নয়ন অধিদপ্তর শনিবার জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিুবর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৯ জন বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ৮ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন প্রশিক্ষিত বেকার যুবক-যুবতিদের হাতে চেক বিতরণ করেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৪:২৫ ● ৩১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ