১৫ শ’ নিম্ন আয়ের মানুষ পেল প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চাল

প্রথম পাতা » পটুয়াখালী » ১৫ শ’ নিম্ন আয়ের মানুষ পেল প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চাল
সোমবার ● ২০ জুলাই ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের বিনামূল্যের ১০ কেজি করে চাল পেল পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ১৫ শ’ নিম্ন আয়ের মানুষ। সোমবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা চত্বরে দুস্থ মানুষের মাঝে এ চাল বিতরণ করেন পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মাছুম বিল্লাহ, হিসাব রক্ষক কার্তিক চন্দ্র হাওলাদার, তদারকি কর্মকর্তা ফরিদ হোসেন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

চাল বিতরণ অনুষ্ঠানে মেয়র বলেন, ‘মানবতার মা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌরসভার অন্তর্গত দুস্থ মানুষের জন্য জন্য তাঁর তহবিল থেকে ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন যা আজকে বিতরণ করা হল। এছাড়া ঈদ-উল-আযহা’র বিশেষ ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়া হয়েছে দুস্থ মানুষের জন্য। আগামী দু’চার দিনের মধ্যে সে চাল নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৩:৫০:২৯ ● ৩১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ