দশমিনায় বেড়িবাঁধ সড়কের ভাঙনে পাঁচ গ্রামের মানুষ দিশেহারা

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় বেড়িবাঁধ সড়কের ভাঙনে পাঁচ গ্রামের মানুষ দিশেহারা
শুক্রবার ● ২৬ জুন ২০২০


বেড়িবাঁধ সড়কের ভাঙন

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালী দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের বেড়িবাঁধ সড়ক তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। দিশেহারা হয়ে পড়েছে ৫ গ্রামের মানুষ। প্রতিদিন যাতায়াতে সমস্যা হচ্ছে শিক্ষার্থীসহ পথচারিদের। ভাঙ্গনে বুড়িকান্দা এলাকার বেড়িবাঁধের শতভাগ বিলীনের পথে। বর্তমানে ভেঙ্গে যাওয়া অংশদিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষজনকে। যে কোন সময় সম্পূর্ণ সড়ক ভেঙে পানিতে প্লাবিত হতে পাওে পাঁচ গ্রামের মানুষ। ফলে চরম ভোগান্তিতে পড়তে হবে রনগোপলদী ইউনিয়নবাসীর।
সরেজমিনে গিয়ে শুক্রবার সকালে দেখাযায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর তীব্র ¯্রােতে বিলীনের পথে বেড়িবাঁধ সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে আসাযাওয়া করছে মানুষ। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট যানবাহনের চালকসহ যাত্রীসাধারণ। আতঙ্কে রয়েছে ইউনিয়নের ৫ গ্রামের মানুষ। রনগোপালদী ইউপি সদস্য মোঃ মনির হোসেন সাগরকন্যাকে বলেন, নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবল বেগে বাঁধের ওপর আছড়ে পড়ে ভঙ্গনের সৃষ্টি হয়েছে। চাষাবাদের জমিসহ বসবাসরত মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর মনে করেন, বেড়িবাঁধ সড়কটি পাকাকরনের জন্য এলজিইডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরী দরকার।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসির সিকদার সাগরকন্যাকে বলেন, বেড়িবাঁধ সড়কটির পুনঃনির্মাণ বা সংস্কার করা একান্ত আবশ্যক। ভাঙ্গনের কারনে আসাযাওয়ায় বাঁধাগ্রস্ত হচ্ছে চলাচলকারীরা। তিনি আরো জানান, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিতে পারলে বেড়িবাঁধ ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়বে একাধিক এলাকা।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামানের সেলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এসবি/এনবি

বাংলাদেশ সময়: ১৫:০০:৩০ ● ৩১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ