আমতলীতে হতদরিদ্র কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে হতদরিদ্র কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
শনিবার ● ২০ জুন ২০২০


আমতলীতে হতদরিদ্র কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র কর্মহীন শ্রমজীবি পাঁচ’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে শনিবার (২০ জুন) আমতলী’র ইউএনও মনিরা পারভীন উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের তিন’শ ও আমতলী পৌরসভার দুই’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে হতদরিদ্র খুঁজে খুঁজে আঠারোগাছিয়া ইউনিয়নে তিন’শ ও আমতলী পৌরসভার দুই’শ পরিবারকে শনিবার আমতলীর ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তা পৌছে দেন। হতদরিদ্র প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল দেয়া হয়।
বৃদ্ধা আনোয়ারা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মুই গুড়াগাড়া নাতি-পুতি লইয়্যা খুবই কষ্টে আললাম। মোর ঘরে ত্যামন খাবার আল্লে না। ইউএনও মোরে খাওন দিয়া গ্যাছে। আল্লায় হ্যারে বাচাইয়্যা রাহুক।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে বাংলাদেশের মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ  সিধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ সিধান্ত বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। যতদিন মানুষ ঘরে কর্মহীন থাকবে ততদিন তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেব। উপজেলার কর্মহীন একজন মানুষকে না খেয়ে থাকতে দেব না। তিনি আরো বলেন, সাধারণ ছুটির পর থেকে হতদিরদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।

এমজেএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:২২:০৩ ● ২৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ