কলাপাড়ায় অনুমান নির্ভর বিদ্যুত বিলের প্রতিবাদে দূরবন্ধন সমাবেশ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় অনুমান নির্ভর বিদ্যুত বিলের প্রতিবাদে দূরবন্ধন সমাবেশ
বুধবার ● ১০ জুন ২০২০


কলাপাড়ায় পল্লীবিদ্যুতের অনুমান নির্ভর বিলের প্রতিবাদে দূরবন্ধন সমাবেশ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

করেনাকালীন মানুষের দূর্ভোগ ও সীমাহীন কষ্টের মধ্যে একই সঙ্গে অনুমান নির্ভর তিন মাসের মাত্রাতিরিক্ত বিদ্যুত বিল প্রদানসহ পল্লী বিদ্যুত সমিতির অনিয়ম, অহরহ বিদ্যুত বিভ্রাটের প্রতিবাদে বুধবার (১০ জুন ) সকালে কলাপাড়ায় গ্রাহকরা দূর-বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
নাগরিক উদ্যোগ কলাপাড়ার উদ্যোগে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরি পট্টিতে বেলা ১১ টায় এসব কর্মসূচি পালিত হয়েছে। বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক কমরেড নাসির তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ^াস, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, যুবলীগ নেতা কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সমাজকর্মী দিবাকর সরকার প্রমুখ। বক্তারা গ্রাহককে একই সঙ্গে তিন মাসের দেয়া বিল ভুতুড়ে উল্লেখ করে মাস ওয়ারি আলাদা আলাদা বিল প্রদানের দাবি জানান। গ্রাহকরা ঘনঘন বিদ্যুত বিভ্রাট বন্ধ, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ বাতিলের দাবি করেন। গ্রাহকরা জানান, যেখানে আগে ফি মাসে পাঁচ-ছয় শ’ টাকার বিল আসত, তাদেরকে পাঁচ-ছয় হাজার টাকার বিল দেয়া হয়েছে। যা নিয়ে চরম দূর্ভোগে পড়েছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৩:১৬:১২ ● ৩৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ