বেতাগীতে প্রশিক্ষণার্থীদের ভাতা আত্মসাতের অভিযোগ

প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে প্রশিক্ষণার্থীদের ভাতা আত্মসাতের অভিযোগ
রবিবার ● ৭ জুন ২০২০


প্রতীকী ছবি

বেতাগী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার বেতাগীতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা পর্যায়ে মহিলাদের আয় বর্ধক (আই জি এ) প্রশিক্ষন  প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে জানুয়ারী-মার্চ এর মধ্যে উপজেলা পর্যায়ে মহিলাদের আয় বর্ধক (আই জি এ) প্রশিক্ষন প্রকল্পে ব্লক বাটিক ও বিউটিশিয়ান ট্রেডে ২মাসের কারিগরি প্রশিক্ষনের জন্য ৫০ প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষনের ভাতা বাবদ ব্লক বাটিক ট্রেডে ৬হাজার টাকা, বিউটিশিয়ান ট্রেডে ৬হাজার টাকা দেয়ার কথা থাকলেও বিভিন্ন সময়ে অনপুস্থিত দেখিয়ে ৮শ টাকা করে ভাতা কর্তন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ শাহিনুর বেগম। বৃহস্পতিবার এসব প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদানের কথা থাকলেও মহিলা বিষয়ক কর্মকর্তা ভাতা প্রদানে নিজের ইচ্ছেমতো অনপুস্থিত দেখিয়ে ভাতার টাকা কর্তন শুরু করে। এসময়ে ভাতাবঞ্চিত একাধিক প্রশিক্ষনার্থী তার উপর ক্ষিপ্ত হয়ে প্রশিক্ষন কর্মসূচি ও ভাতা প্রদান কমিটির সভাপতি বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেন। ব্লক বাটিক ট্রেডের প্রশিক্ষণার্থী ঝুমা বেগম, ফজিলা, সালমা আক্তার বিউটিশিয়ান ট্রেডের প্রশিক্ষণার্থী নাসিমা আক্তার বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রত্যেকটা প্রশিক্ষণের নাম দেয়া থেকে শুরু করে ভাতা প্রদানকালে উৎকোচ গ্রহন করে থাকে। এছাড়াও এই কর্মকর্তার বিরুদ্ধে একাধিকবার দূর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ হলেও অদৃশ্য কারণে সেটা তদন্ত পর্যন্তই শেষ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সদস্য শাহানা পারভিন বলেন টাকা আত্মসাতের জন্যই তাকে এর পুর্বেও স্ট্যান্ড রিলিজ হতে হয়েছিল। এ বিষয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম আত্মসাতের কথা অস্বীকার করে বলেন করোনার কারনে ৮ দিন অনুপস্থিতির জন্য ৮শ টাকা কেটে রাখা হয়েছে এটা উপরের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান বলেন, এটা আত্মসাত আমি বলব না। করোনার কারনে অনুপস্থিতির জন্য ৮ দিনের টাকা কেটে রেখেছে সেটা জমা দিয়ে দিবে বলে আমাকে মহিলা বিষয়ক কর্মকর্তা জানিয়েছে।

এমকে/এনবি

বাংলাদেশ সময়: ১৭:২১:১৪ ● ৩৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ