গলাচিপায় চিংড়ি রেনু পাচারের অপরাধে ২জনের কারাদণ্ড

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় চিংড়ি রেনু পাচারের অপরাধে ২জনের কারাদণ্ড
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
গলাচিপায় মঙ্গলবার গভীর রাতে ৫ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ দুইজনকে আটক করা হয়েছে।  পরে বুধবার প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম। আটককৃত রা হলেন, সোহান জোমাদ্দার (২২) ও আজমল জোমাদ্দার (১৮)। তারা দুইজন বাগেরহাট জেলার ফকির হাট এলাকার বাসিন্দা। রেনু পোনাগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ট্রাকে (ঢাকা মেট্রো- ট ১৩-৫২১১) ভোলা থেকে গলাচিপা হয়ে খুলনা-বাগেরহাটে বিপুল পরিমান বাগদা ও গলদা চিংড়ির রেনু পোনা পাচার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন সদর ইউনিয়নের কালিকাপুর মাটিভাংগা গ্রাম থেকে ট্রাকটি আটক করে। আসামীদের পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এনআরএস/এমআর/এনবি

বাংলাদেশ সময়: ১৩:২৩:৩১ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ