আমতলীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২০


আমতলীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু  ভাস্কর্যের ফলক উন্মোচন করেছেন।
২০১৭ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান। ৩২ লক্ষ টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিনকে স্মরনীয় করে রাখতে মঙ্গলবার দুপুরে এ ভাস্কর্যের ফলক উন্মোচন করা হয়। এছাড়াও পৌরসভায় মুজিব কর্ণার উদ্বোধন করা হয়।
ভাস্কর্য ফলক উন্মোচনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান,বরগুনা সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, পটুয়াখালী পৌর মেয়র মোঃ মহিউদ্দিন, আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান নশা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. সঞ্জিব দাস, সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর মোঃ সালেহ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন ও আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৮:৩৮ ● ৬৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ