বুড়িগঙ্গার দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

প্রথম পাতা » সর্বশেষ » বুড়িগঙ্গার দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু
মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৯


বুড়িগঙ্গার দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

ঢাকা সাগরকন্যা অফিস॥

ঢাকার বুড়িগঙ্গা নদীর দুই প্রান্তে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটের বিপরীতে একটি সাততলা ভবন ভাঙার মধ্য দিয়ে শুরু হয় উচ্ছেদ। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. আরিফুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খোলামোড়া ঘাট বরাবর এলাকায় একটি অবৈধ সাততলা ভবন আংশিক ভাঙা হয়। ওই ভবনের আশপাশে কিছু ছোট স্থাপনাও উচ্ছেদ করা হয়। বিকালে খোলামোড়া ঘাট এলাকায় নদীর তীরে গড়ে ওঠা ছোট কিছু স্থাপনা ভেঙে দেয় অভিযান দল।
বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানিয়েছেন, ৩১ জানুয়ারি পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৩১:১৮ ● ৬৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ