কলাপাড়ায় ধানখালীতে সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় ধানখালীতে সংস্কারের দাবিতে সড়ক অবরোধ
বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দা-ধানখালী কলেজ সড়ক সংস্কারের দাবিতে অবরোধ করেছে স্থানীয় জনগণ, ওই সড়কের মোটরসাইকেল ও অটোরিক্সা চালক-শ্রমিকরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধে পন্যবাহীসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে। পড়ে দুর্ভোগে। ভারি যানবাহন ও ধারণক্ষমতার অধিক পন্যবাহী ট্রাক চলাচলের কারনে পাঁচ কিলোমিটার এলাকায় বড় বড় খানাখন্দ হয়।
স্থানীয়রা জানান, বর্ষামৌসুমে এই সড়ক দিয়ে ভারি যানবাহনে ইট,বালু,পাথরসহ বিভিন্ন পন্যবাহী ট্রাক, হামজা চলাচল করে। বিদ্যুত কেন্দ্র নির্মাণ একাধিক কোম্পানী উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে জড়িত কোম্পানীর স্থাপনা নির্মানের জন্য পন্য বা মালামাল পরিবহন করায় রাস্তার প্রায় পাঁচ কিলোমিটারে বিশাল গর্তের সৃস্টি হয়। রাস্তাটি হামজা ও ট্রাক ছাড়া অন্য কেন যানবাহন চলাচল করতে পারছে না। এমনিক এই রাস্তাদিয়ে কোন রোগী পর্যন্ত চলাচল করতে পারছে না। তাই বাধ্য হয়ে ধানখালী ইউনিয়নের বিভিন্ন যানবাহনের চালক এবং গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে রাস্তা সংষ্কারের জন্য সড়ক অবরোধ করেন। পরে বিদ্যুত নির্মাণ কোম্পানি আরপিসিএল রাস্তা সংষ্কারের প্রতিশ্রুতি দিলে দুপুরে অবরোধ  প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০০ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ