শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬
নির্বাচনে কোনো পক্ষপাত নয়, বরগুনায় সতর্কবার্তা কমিশনারের
হোম পেজ » লিড নিউজ » নির্বাচনে কোনো পক্ষপাত নয়, বরগুনায় সতর্কবার্তা কমিশনারের

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বরগুনা জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের এক গুরুত্বপূর্ণ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যা করবেন, স্বচ্ছভাবে করবেন। নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও যেন নড়চড় না হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ তাসলিমা আক্তার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কাছে সব প্রার্থী সমান। এই নিরপেক্ষতা শুধু কথায় নয়, দায়িত্ব পালনের মাধ্যমে দৃশ্যমান করতে হবে। কোনো পক্ষপাতদুষ্ট নির্দেশনা দেওয়া হবে না, এবং যদি কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে পক্ষপাতিত্ব করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে একমাত্র ভোটার, অন্য কোনো ভূমিকা থাকবে না।
তিনি সতর্ক করেন যে, কিছু মহল বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। ভোটাররা তাদের খামের কিউআর কোড স্ক্যান না করলে তাদের ভোট বাতিল বলে গণ্য হবে। পোস্টাল ভোট নিয়েও কোনো শৈথিল্য বরদাশত করা হবে না এবং লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনো পোস্টাল ভোট গ্রহণযোগ্য হবে না। প্রতি ৩০০ পোস্টাল ভোটের জন্য একজন পোলিং অফিসার ও একজন প্রিসাইডিং অফিসার নিয়োগের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে অতিরিক্ত জনবলও থাকবে।
এছাড়া, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অপব্যবহার বন্ধে নির্বাচন কমিশন কঠোর নজরদারি নিশ্চিত করবে। ভোট কেনাবেচা বা সন্ত্রাসী অর্থায়নের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার কোনো চেষ্টা প্রতিহত করা হবে। বিষয়টি বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক করেছে।
বাংলাদেশ সময়: ২২:৫৬:৪৬ ● ৫৪ বার পঠিত
