শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬
‘বিএনপি জিতলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন তারেক রহমান’
হোম পেজ » রাজনীতি » ‘বিএনপি জিতলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন তারেক রহমান’

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচনে বিএনপি জয়ী হলে মরহুম বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির আগের সময়ে শুরু হওয়া উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যেই দলকে সংগঠিত করা হচ্ছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী, মির্জাগঞ্জ ও আমড়াগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। নির্বাচনী আচরণবিধি মেনে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল জাল ভোটের উদ্দেশ্যে বিপুলসংখ্যক মাস্ক প্রস্তুত করেছে- এমন তথ্য তিনি বিভিন্ন সূত্রে পেয়েছেন। নির্বাচনের দিন কেউ মাস্ক পরে ভোট দিতে এলে সতর্ক থেকে যাচাই করার এবং প্রমাণ সংরক্ষণের আহ্বান জানান তিনি।
উপজেলার ঘটকের আন্দুয়া সালেহিয়া সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি মো. আহসান উল্লাহ পিন্টু, মো. আমিনুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক মো. কাইফুর রহমান জাকির, উপজেলা বিএনপির সদস্য মো. ফিরোজ আলম গোলদার ও মো. শাহাবুদ্দিন খান। সভায় মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন চৌধুরী পাশা এবং মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৫৯:৫৭ ● ২৮ বার পঠিত
