শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬

কাউখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬


 

কাউখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশ নেন।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কাউখালী উপজেলার কে.জি. ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফ বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ঢাকা)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭:২১:২১ ● ৫৩ বার পঠিত