বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬

চরফ্যাশনে দলীয় কর্মীকে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে দলীয় কর্মীকে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 

দলীয় কর্মীকে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলা-৪ আসনের চরফ্যাশন পৌরসভায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের এক নারী কর্মী হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন।

 

তিনি বলেন, ইসলামী আন্দোলনের নারী কর্মী মারিয়া কামালের সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামীর দুই কর্মীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলা হয়। বিষয়টি যাচাই করে তারা ভিন্ন তথ্য পেয়েছেন। তার দাবি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এ এম এম কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামালসহ দুই নারী, তার ছেলে তাহযিব ও যুব আন্দোলনের সেক্রেটারি ফয়সাল হাতপাখা প্রতীকের গণসংযোগ চালান। এ সময় তারা ওই এলাকার সোহেল নামের এক ব্যক্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উল্লাহকে লিফলেট দেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, লিফলেট দেওয়ার সময় সোহেল নির্বাচন ও পীর সাহেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে যুব আন্দোলনের নেতা ফয়সাল অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উল্লাহর গায়ে হাত তোলেন। একই সময়ে পাশ দিয়ে যাওয়া মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দিন ঝগড়ার ভিডিও ধারণ করতে গেলে ফয়সাল তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। পরে হাতাহাতির একপর্যায়ে হাফেজ আলাউদ্দিনকে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যায় বলে দাবি করা হয়।

 

পরে স্থানীয়রা আহত আলাউদ্দিনকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জামায়াত নেতারা দাবি করেন, ঘটনাস্থলে কোনো নারী হেনস্থার ঘটনা ঘটেনি। অথচ বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে জামায়াতকে জড়িয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঘটনার দিন বিকেলে জামায়াত কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে ভুল-বোঝাবুঝির অবসান হয়। সেখানে নারী হেনস্থার কোনো ভিডিও দেখানো সম্ভব হয়নি। এরপরও রাতে ইসলামী আন্দোলনের কেন্দ্র নিয়ন্ত্রিত ফেসবুক পেজে নারী হেনস্থার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীকে দায়ী করে অপপ্রচার চালানো হয়।

 

এদিকে, একই ঘটনায় এর আগে বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের ভোলা-৪ আসনের প্রার্থী এ এম এম কামাল উদ্দিন। সেখানে নারী কর্মীর ওপর হামলার অভিযোগ তুলে জড়িতদের শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৫৮ ● ৫৩ বার পঠিত