বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
গৌরনদীতে কথা কাটাকাটির জেরে নারীর ওপর হামলার অভিযোগ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে কথা কাটাকাটির জেরে নারীর ওপর হামলার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদীর আশোকাঠি ৭নং ওয়ার্ডে বিদ্যুতের লাইন স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত ওই নারীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ওই এলাকার ফরহাদ সরদারের স্ত্রী ভুক্তভোগী পারভীন বেগম জানিয়েছেন, তার ছেলে ফয়সাল সরদারের বাড়িতে বিদ্যুতিক সংযোগ স্থাপনের সময় একই এলাকার মাহাতী রাড়ী ও জুবায়ের বাধা দেন। এ ঘটনায় টাওয়ার রোড এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে পারভীন বেগমের ওপর তারা হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্তরা কথা কাটাকাটির কথা স্বীকার করলেও হামলার বিষয়টি অস্বীকার করেছেন। ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করবেন বলে তারা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪:৪৫:৪৫ ● ৯৮ বার পঠিত
