মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দারোগার তবক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. খলিল (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫(১) ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে। এসময় কলাপাড়া থানা পুলিশ সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫২ ● ৩৫ বার পঠিত