সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬

আমতলীর সাংবাদিক জয়নুল আবেদীনের মাতৃ বিয়োগ

হোম পেজ » বরগুনা » আমতলীর সাংবাদিক জয়নুল আবেদীনের মাতৃ বিয়োগ
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবদিক, আমতলী (বরগুনা)

আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জয়নুল আবেদীনের মাতা হালিমা খাতুন (৮৫) বার্ধক্যজনিত কারণে রবিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

 

আজ সোমবার বিকেলে জানাযা শেষে তার মরদেহ কুকুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেছেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, বকুলনেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তার, কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সিনিয়র সাংবাদিক খাঁন মতিয়ার রহমান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি পরিতোষ কর্মকার, সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবরসহ সাংবাদিক ও সমাজের নানা পর্যায়ের মানুষ।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৭ ● ৩১ বার পঠিত