সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, মাদককারবারি গ্রেফতার
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, মাদককারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালী সেনাবাহিনী ক্যাম্পের কর্মকর্তা মেজর এস. এম. খালেদুল ইসলাম ও ক্যাপ্টেন রাশাদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইনের নেতৃত্বে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পার সাতুরিয়া গ্রামের আরিফুল ইসলাম বাবুর বাড়িতে অভিযান পরিচালিত হয়। অভিযানে চাকু, রামদা, দা ও চাপাতি উদ্ধার করা হয়; গ্রেফতার আরিফুল ইসলাম বাবুর বিরুদ্ধে কাউখালী ও রাজাপুর থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।
সবশেষে আটককৃতকে আজ সোমবার কাউখালী থানায় অবৈধ অস্ত্র ও মাদকের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:২৮:৩৯ ● ৬৭ বার পঠিত
