রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬

প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হোম পেজ » পিরোজপুর » প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬


 

প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর 

প্রবীণদের অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। তিনি বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞ ও মূল্যবান সম্পদ; তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এই বার্তা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব। রিকের আইএসআইজিওপি প্রকল্পের পিরোজপুর জেলা সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও কনসালটেন্ট তোফাজ্জল হোসেন মঞ্জু, রিক আইএসআইজিওপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন এবং মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি খালিদা আক্তার হেনা।

 

বক্তারা বলেন, প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মর্যাদা ও অধিকার বিষয়ে এখনও সচেতনতার ঘাটতি রয়েছে। পট গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এসব বিষয় উপস্থাপন করলে মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ে। অনুষ্ঠানে রূপান্তর শিল্পীগোষ্ঠী, খুলনার শিল্পীরা প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ক পট গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, প্রবীণ-নবীন ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন প্রবীণদের অধিকার রক্ষায় সামাজিক উদ্যোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩৮ ● ৪৭ বার পঠিত