রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
হোম পেজ » বরিশাল » সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার সন্ধ্যা নদীর ‘লাশ ঘাট’ নামক স্থানে ১৫ বছর বয়সী আলী জোনায়েদ সকালে গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে বরিশাল নদী ফায়ার স্টেশনের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
টানা তল্লাশির পর রবিবার সকাল সোয়া ৯টায় ডুবুরি দল কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য আগরপুর ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। নিহত আলী জোনায়েদ ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা ওয়াহিদ সাকিকের ছেলে। স্থানীয়রা জানান, নদীতে গোসল করতে নেমে প্রায়ই দুর্ঘটনা ঘটছে; সচেতনতার অভাব ও সাঁতার না জানার কারণেই এমন মর্মান্তিক ঘটনা বাড়ছে বলে মনে করছেন তারা।
বাংলাদেশ সময়: ১৭:২৫:৫১ ● ৫৩ বার পঠিত
