রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬

গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

গৌরনদীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, গুলি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ মো. রায়হান (৩৭) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকেলে গৌরনদী আর্মি ক্যাম্পের একটি দল গৌরনদী পৌরসভার কসবা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় রায়হানের কাছ থেকে এয়ারগানের ১৮০ রাউন্ড গুলি, ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র, একটি দেশীয় ঢালসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসের জানান, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

 

এ ঘটনায় গৌরনদী মডেল থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (২৫ জানুয়ারি) তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৪৫ ● ২২৭ বার পঠিত