শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
দশমিনা বিএনপির সাবেক সম্পাদক জোট প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা
হোম পেজ » পটুয়াখালী » দশমিনা বিএনপির সাবেক সম্পাদক জোট প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
দলের সিদ্ধান্ত মেনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা দিয়েছেন দশমিনা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম শানু সিকদার।
শনিবার বিকেলে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের বিরুদ্ধে গিয়ে আমি ভুল করেছি। কেন্দ্রীয় বিএনপি নেতাদের কাছে ক্ষমা চেয়ে, তারা আমাকে দলের পক্ষে কাজ করতে বলেছেন। তাই আজ থেকে আমি জোটের প্রার্থী ভিপি নুরুল হক নূরের পক্ষে মাঠে কাজ করবো।
শাহ আলম শানু অন্যান্য বিএনপি নেতাকর্মীদেরও দলের সিদ্ধান্ত মেনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।
এর আগে ১১ ও ১২ জানুয়ারি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন দশমিনা ও গলাচিপা বিএনপি নেতাদের সঙ্গে বিশেষ সভা করে জোট প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানালেও নেতারা কেন্দ্রীয় বিএনপির বহিস্কৃত কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষ নেন। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি কমিটি দশমিনা ও গলাচিপা উপজেলার কমিটি বিলুপ্ত করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রতন বলেন, হাসান মামুনের মতো তৃণমূল নেতা শতাধিক নেতা ছেড়ে গেলেও তার ভোটে কোনো প্রভাব পড়বে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।
এদিকে, গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়ন কমিটির সদস্য সচিব মোঃ রাসাদ হোসেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া জানান, আলীপুর ইউনিয়নে লিটন খানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৩ ● ৩২ বার পঠিত
