শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
কাউখালীতে বাড়ির পাশের ডোবায় ডুবে শিশুর মৃত্যু
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে বাড়ির পাশের ডোবায় ডুবে শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলায় বাড়ির পাশের ডোবায় ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের আসপর্দ্দী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. আয়ান শেখ। সে ওই গ্রামের টিপু শেখের ছেলে। শিশুর চাচা মুহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে আয়ান তার নানীর সঙ্গে বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কর্মকার তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আয়ানের বাবা-মা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। সে নানীর সঙ্গে আসপর্দ্দী গ্রামে বসবাস করছিল। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৬:১০:৪১ ● ৬৮ বার পঠিত
